বাড়ির সামনের রাস্তায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে পাঁচ বছরের রকির মর্মান্তিক মৃত্যু

অফিস : Rajib Munshi
প্রকাশ: 3 weeks ago

রাজীব মুন্সী-  রংপুরের পীরগাছায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে পাঁচ বছরের এক শিশু নিহত হয়েছে। আজ শনিবার বিকেল পাঁচটার দিকে উপজেলার ধনির বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম রকি বাবু (৫)।

পীরগাছা  উপজেলার ইটাকুমারী ইউনিয়নের ছোট ঝিনিয়া গ্রামের ইসাহাক আলীর ছেলে বলে জানা গেছেস্থানীয়রা জানান, শনিবার বিকেল পাঁচটার সময় বাড়ির পাশে সড়কের ধারে শিশুটি খেলা করছিলেন। এ সময় মাটি বোঝাই একটি ট্রাক্টর শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই শিশুটির মাথা থেতলে গিয়ে মারা যান। এসময় এলাকাবাসী ঘাতক ট্রাক্টরটি এবং চালককে আটক করে পুলিশের নিকট সোর্পদ করে।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, ঘাতক ট্রাক্টর এবং চালককে আটক করে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন। পীরগাছায় বেপরোয়া কাকঁড়া নিচে পরে প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা নিরব প্রসাশন ।

  • অপরাধ
  • পীরগাছা