পীরগাছায় কালবৈশাখী ঝরে  প্রান হারালো ১০ বছরের রনি

অফিস : Rajib Munshi
প্রকাশ: 5 days ago

রাজীব মুন্সী –

রংপুরের পীরগাছা কালবৈশাখী ঝরে কবলে  উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের পরান গ্রামের (ভাটিয়া পাড়া)গ্রামে  রফিকুল ইসলামের শয়ন ঘরের উপর গাছ ভেঙ্গে পড়ে ১৬ ই মে শুক্রবার রাত দশটায়  রনি মিয়া  নামের দশ বছরের একটি শিশু ঘটনাস্থলে নিহত হয়েছে । স্থানীয় সুত্রে যানাযায় রনি মিয়া রাতে খাবার খেয়ে ঘরের মধ্যে ঘুমিয়ে ছিল হঠাৎ রাত ১০ টার দিকে জোরে ঝরোবাতাসে ঘরের উপরে থাকা গাছ টিনের চালে ভেঙ্গে পরে ঘটনা স্থলে রনির মৃতু হয় । এছাড়াও ঝরের কবলে উপজেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সংবাদ পাওয়া গেছে ।রনির পরিবারে চলছে শোকের মাতব ।

  • পীরগাছা কালবৈশাখী